Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

পূর্ববর্তী মামলার রায়

আদেশের লিপি

ভাবড়াশুর ইউনিয়ন পরিষদ গ্রাম আদালত

মকাদ্দমা নং:17/2013,উপজেলা:মুকসুদপুর,জেলা: গোপালগঞ্জ ।

দরখাস্তকারী :মো: ইসমাইল হোসেন    বিবাদীপক্ষ: জাহাঙ্গীর আলম গং

 

 

 

 

 

 

প্রতিনিধির স্বাক্ষর

 

০১।

 

০২।

 

০৩।

অদ্য ২৩/১০/২০১৩ইং বাদী বিবাদী অত্র গ্রাম আদালতে হাজির আছে। বাদী বিবাদীর শুনানী গ্রহন করা হইল । উভয় পক্ষের শুনানী শেষে যেহেতু পক্ষদয়ের শুনানীতে তেমন কোন মত পার্থক্য দেখা যায় নাই তাই স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহন আদালত মনে করে ।স্থানীয় ভাবে ইউ,পি সদস্যদের উপস্থিতিতে একজন নিরপেক্ষ আমিন দ্বারা তর্কিত সম্পত্তির পরিমাপ করে স্থানীয় ভাবে বিরোধ নিষ্পত্তির সিন্ধান্ত হয় । বিগত ২৮/১০/২০১৩ইং তারিখে স্থানীয় গন্যমান্য এবং ইউ,পি সদস্যদের উপস্থিতিতে একজন নিরপেক্ষ আমিন দ্বারায় তর্কিত সম্পত্তি পরিমাপ করে উভয় পক্ষের জমিজামা উভয় পক্ষকে বুঝাইয়া দেওয়া হয় । এবং পক্ষগনকে মিলাইয়া মিশাইয়া দেওয়া হয় ।

 

 

 

 

 

 

 

 

 

 

        

 

 

 

 

 

 

                                                                                                                                             মোঃ তবিউর রহমান

                                                                                                                                                চেয়ারম্যান

                                                                                                                                    ভাবড়াশুর ইউনিয়ন পরিষদ

                                                                                                                                                  মুকসুদপুর, গোপালগঞ্জ।