কালের স্বাক্ষী বহনকারী চান্দার বীলের তীরে গড়ে উঠা মুকসুদপুর উপজেলার একটি ঐতিহ্যবাহী অঞ্চল হলো ৭নং ভাবড়াশুর ইউনিয়ন ।কাল পরিক্রমায় আজ ই৭নং ভাবড়াশুর ইউনিয়ন শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় অনুষ্ঠান, খেলাধুলা সহ বিভিন্ন ক্ষেত্রে তার নিজস্ব স্বকীয়তা আজও সমুজ্জ্বল।
ক) নাম – ৭নং ভাবড়াশুর ইউনিয়ন পরিষদ।
খ) আয়তন – ১৪.৭০ (বর্গ কিঃ মিঃ)
গ) লোকসংখ্যা – ১৩০৮৮ জন (প্রায়)
ঘ) গ্রামের সংখ্যা – ১৭টি।
ঙ) মৌজার সংখ্যা – ১৫ টি।
চ) হাট/বাজার সংখ্যা -৫ টি।
ছ) উপজেলা সদর থেকে যোগাযোগ মাধ্যম – সিএনজি/রিক্সা।
জ) শিক্ষার হার – ৭০%।
সরকারী প্রাথমিক বিদ্যালয়- ১২টি,
উচ্চ বিদ্যালয়ঃ ৩টি,
মাদ্রাসা- ৫টি।
ঝ) দায়িত্বরত চেয়ারম্যান –এস এম রিফাতুল আলম
ঞ) গুরুত্বর্পূণ ধর্মীয় স্থান- ২ টি।
ট) ঐতিহাসিক/পর্যটন স্থান – নাই।
ঠ) ইউপি ভবন স্থাপন কাল – ১৬/১০/২০০৬ইং।
ড) নব গঠিত পরিষদের বিবরণ –
১) শপথ গ্রহণের তারিখ – ২৮-১২-২০২১ ইং
২) প্রথম সভার তারিখ – ০১-০১-২০২২ ইং
৩) মেয়াদ উর্ত্তীনের তারিথ – ২৮-১২-২০২৫ ইং
ঢ) গ্রাম সমূহের নাম –
বোয়ালিয়া রসুলপুর কৃষ্ণপুর
ভ্রমরবিলা কলিয়া সলিয়া
ভূমসারা কৃষ্ণখোলা বালিয়াকান্দি
ভাবড়াশুর বামনপাড়া কালিনগর
বাকপুরা গায়েন্দার টুংগীবাড়ী
নলডাংগা আমিরাবাদ
ণ) ইউনিয়ন পরিষদ জনবল –
১) নির্বাচিত পরিষদ সদস্য – ১৩ জন।
২) ইউনিয়ন পরিষদ সচিব – ১ জন।
৩) ইউনিয়ন গ্রাম পুলিশ – ১০ জন।
৪)উদ্যোক্তা -২ জন
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস